জীবন থেকে চলে গেল আরেকটি বছর। ক্যালান্ডারের পাতায় ইতিহাস হয়ে থাকবে ২০২১ সাল। শুরু নতুন দিন বছরের নতুন তারিখ গণনা। যদিও প্রাত্যহিক জীবনের খুব বেশি পরিবর্তন হয়তো হবে না। সবই চলবে আগের নিয়মে। সূর্য ওঠবে, পাখি ডাকবে। জীবন প্রবহমান থাকবে জীবনের নিয়মে।
শুভ হোক নতুন বছর সবার জন্যে!
No comments:
Post a Comment